প্রেমিকা বদল
- নীল কমল
"তোর প্রেমিকাকে একদিনের জন্য ধার দিবি?"
বলতেই কামাল মুখ তুলে তাকালো আমার দিকে
চোখে কোমল ঈর্ষা, উৎকীর্ণ জিজ্ঞাসা--
যেনো শুনতে পায়নি কিছু অথবা
শোনার জন্য উদগ্রীব হয়ে আছে
আমিও নিশ্চুপ হয়ে গেছি
যেনো মৌন প্রতিক্রিয়া উপভোগ করছি দু'জন,
কামাল হটাৎ বলল, "দ্যাখ, গাছের গায়ে অক্ষর লেপ্টে আছে,
ঝুলছে ডালে ডালে। সব বদলে যায়,
সবাই বদলে যায়,
আগের মতো থাকেনা আর কিছুই।"
তারপর একদিন অকস্মাৎ কামাল হারিয়ে গেলো
কেউ জানেনা কোন নিরুদ্দেশের দেশে!
ওর প্রেমিকা পিউ আমার কাছে এসে
বলল,"আপনি জানেন নিশ্চই, ও কোথায় আছে!"
এখন রোজ মেয়েটার সাথে আমার দেখা হয়
কামালের প্রেমিকা যে ছিলো একদিন!
দু'জন মিলে কামালকে খুঁজি অনর্থক,
কামাল, এই অপ্রত্যাশিত সুযোগ তুই দিয়ে গেলি আমায়!
কেউ জানেনা, আমিতো জানি, তুই হারিয়ে যাসনি,
বদলে গেছিস! যেমন সবাই বদলে যায়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।